সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া মোবাইল গেমের লিস্ট 2022

0
852

Free fire

মোবাইল গেমের ক্ষেত্রে সবচেয়ে ডাউনলোড হওয়া গেম গুলির মধ্যে সবচেয়ে ওপরে রয়েছে Garena emerged এর ফ্রি ফায়ার নামক গেমটি। Garena Free Fire গেমটি বিশ্বে ডাউনলোড হয়েছে 24মিলিয়ন এর সমান। যা গত ডিসেম্বরে 2020 এর চেয়ে 28.2 পার্সেন্ট বেশি।

সেন্সর টাওয়ার এর রিপোর্ট মোতাবেক ডাউনলোড এর শতাংশ হিসাবে ভারত রয়েছে সর্বোচ্চ স্থানে 26.2 শতাংশ অধিকার করে।
12 শতাংশ নিয়ে ব্রাজিল এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে।

রকেট লীগ সাইডওয়াইপ
Psyonix এর তৈরী রকেট লীগ সাইডওয়াইপ মোস্ট ডাউনলোড এর তালিকায় দ্বিতীয় নাম্বারে রয়েছে।
এই গেমটি সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে ইউ.এস.এ তে। এটির মোট ডাউনলোডের 27 শতাংশ হয়েছে ইউ.এস.এ তে আর মেক্সিকো আছে 5.9 শতাংশ নিয়ে দ্বিতীয় স্থানে।
আরেকটি জন্যপ্রিয় গেম সাবওয়ে সারফার্স এই তালিকায় তৃতীয় স্থান দখল করেছে । এই গেমটির নির্মাতা হলেন Sybo Games, Poppy Game Zego Global Publishing।

গেম ডাউনলোডের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় বাজার হলো ভারতবর্ষ। এখানে 717.4 মিলিয়ন গেম ডাউনলোড হয়েছে লাস্ট ডিসেম্বর 2021 সালে। ভারতবর্ষ ডাউনলোডের 14.8 শতাংশ, আমেরিকা 9 শতাংশ এবং ব্রাজিল 8 শতাংশ বাজার দখল করে আছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here