মোবাইল ফোন নির্মাতা ভিভো তাদের Y সিরিজের নতুন ফোন আনার কথা ঘোষণা করেছে। এই ফোনে থাকবে 5জি কানেক্টিভটি, 50মেগাপিক্সেল ক্যামেরা এবং 5000 এম.এ.এইচ ব্যাটারি।
এই মোবাইল ফোনের মডেলটি হলো Y75 5G, এটির দাম ধার্য করেছে 21990 টাকা। এই ফোনটি দুইটি রঙে পাওয়া যাবে স্টারলাইট ব্ল্যাক এবং গ্যালাক্সি গ্লোউইং ই-স্টোরে এবং রিটেলিং দোকানে।
এই ভিভো Y75 5G স্মার্টফোনে থাকছে 6.58 ইঞ্চি FHD+ ইন-সেল ডিসপ্লে। থাকছে ব্লু লাইট প্রটেক্টর বেবস্থা। যা চোখকে ক্ষতিকারক রশ্নি থেকে বাঁচাবে।
এছাড়া এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেয়া হয়েছে যেটি ফোনের সাইডে অবস্থান করবে। এতে ফেস ওয়েক আপ টেকনোলজি যুক্ত করা হয়েছে।
এই ফোনে দেয়া হয়েছে মিডিয়াটেক এর 7nm অক্টা কোর ডিমেনসিটি 700 চিপসেট। এক্সপাণ্ডবল 8GB+4GB র্যাম। ভিভো Y75 5G স্মার্টফোন এর রম স্টোরেজ থাকছে 128GB। অপারেটিং সিস্টেম হিসাবে থাকছে এন্ড্রোয়েড বেসড ফানটাচ OS 12।
এই ফোনে থাকবে 5000MAH যুক্ত ব্যাটারি যা 18w ফাস্ট চারজিং সাপোর্ট করবে। ভিভো Y75 5G স্মার্টফোনে 50মেগাপিক্সেল এর প্রাইমারি ক্যামেরা দেয়া হয়েছে। সাথে থাকছে 2মেগাপিক্সেল এর সুপার মাইক্রো ক্যামেরা। যা প্রট্রেট মোডে ছবি তুলতে সাহায্য করবে। এছাড়া এই ক্যামেরা সুপার নাইট মোড, HDR ফটোগ্রাফি সাপোর্ট করবে। সেলফি তোলার জন্য ফ্রন্টে থাকছে 8মেগাপিক্সেল এর ক্যামেরা। এ.আই বিউটিমডিফিকেশন মোড সাপোর্ট করবে এই সেলফি ক্যামেরা।